অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ - ইন্সটল করার সহজ উপায়


আপনারা হয়তো  অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ  থার্ড পার্টি অ্যাপ  ইন্সটল করার  সম্পূর্ণ গাইড এবং প্রসেস সম্পর্কে জানতে চাচ্ছেন । আপনারা যদি এন্ড্রয়েড ফোন বা ল্যাপটপে কোন অ্যাপ সঠিকভাবে ইন্সটল করতে না পারেন তাহলে আপনার ফোন বা ল্যাপটপ কম্পিউটারে অনেক রকম ভাইরাস প্রবেশ করতে পারে ।


অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

আমাদের সবার দৈনন্দিন জীবনে কম্পিউটার ফোন বা ল্যাপটপ ব্যবহার করার দরকার হয় ।  অনেকেই জানে না কিভাবে  অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ কিভাবে ইন্সটল করবেন । তাই এই আর্টিকেল এর মাধ্যমে আপনাদের সব কিছু বিস্তারিত আলোচনা করা হবে ।

পোস্ট সূচিপত্র ঃ

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ হিসেবে থার্ড পার্টি অ্যাপ কিভাবে ইন্সটল করবেন 

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করার জন্য প্রথমে আপনাকে সেটিং এ গিয়ে অজানা উৎস থেকে ইন্সটল করার অনুমতি নিতে হবে এবং তারপর সেই অ্যাপটির APK ফাইল থাকবে সেই জায়গা থেকে ডাউনলোড করতে হবে তারপর ইন্সটল করে নেবেন । অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ হিসেবে ইন্সটল করতে পারেন যা পরের সেটিং এর মাধ্যমে নিয়ন্ত্রণ করা লাগবে । 
প্রথমে অ্যাপটি ইন্সটল করা হয়ে গেলে আপনার অ্যান্ড্রয়েড ডিভাইসের সেটিং এ অ্যাপটি খুলুন । তারপর দেখবেন নিরাপত্তা বা অ্যাপস অপশন থাকবে সেইখান থেকে অজানা উৎস থেকে ইন্সটল করার অনুমতি দিন এখানে অজানা উচ্চ থেকে অ্যাপ ইন্সটল করুন । APK ফাইলটি সব কিছু মেনে ডাউনলোড করুন এরপর আপনি যে থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করতে চান, সেটির APK ফাইলে ডাউনলোড করবেন। তারপর অ্যাপটি অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করে নিবেন ইনস্টল কিভাবে করবেন APK ফাইলটিতে টাইপ করে ইন্সটল করে নিবেন । 
আরও পড়ুন ঃ
আসলে এই পদ্ধতিতে অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ আপনার ডিভাইসে ইন্সটল করার অনুমতি ঠিকই দেয়, কিন্তু একটি সিস্টেম অ্যাপ হিসেবে ইন্সটল হয় না । প্রথমে আপনাকে কিছু বিষয় মাথায় রাখতে হবে আপনি যে উৎস থেকে APK ফাইলটি ডাউনলোড করেছেন, সেটিকে অবশ্যই বিশ্বস্ত হতে হবে । কারণ অজানা উৎস থেকে উক্ত অ্যাপটি ইন্সটল করলে আপনার ডিভাইসে বিভিন্ন ধরনের ভাইরাস প্রবেশ করতে পারে এই বিষয়ে আপনাকে অবশ্যই সতর্ক থাকতে হবে । আপনি চাইলেও যেকোনো সময় অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ সেটিং থেকে এই অনুমতিটি বন্ধ করে নিতে পারবেন । এই পুরা প্রসেসটি মেনে আপনি এভাবে অ্যান্ড্রয়েড সিস্টেমে থাকা থার্ড পার্টি অ্যাপ খুব সহজেই ইন্সটল করে নিতে পারবেন ।

অ্যান্ড্রয়েড অ্যাপ পিসিতে চালানোর নিয়ম 

কেমন হতো অ্যান্ড্রয়েড অ্যাপ যদি ল্যাপটপ কিংবা পিসিতে ব্যবহার করা যায় ।  অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ ধরুন আপনি যে কোন অ্যান্ড্রয়েড অ্যাপ যেমন গেম, facebook messenger স্মার্টফোনে ব্যবহারের পাশাপাশি ল্যাপটপ অথবা পিসিতে ব্যবহার করতে চাচ্ছেন। অনেকেই মনে করতে পারেন অ্যান্ড্রয়েড অ্যাপ যদি পিসি বা ল্যাপটপে ব্যবহার করা যেত তাহলে বড়পর্দায় অ্যান্ড্রয়েড অ্যাপ ব্যবহারের মজা উপভোগ করা যেত । এখন কথা হচ্ছে কিভাবে পিসিতে বা ল্যাপটপে উইন্ডোজ সফটওয়্যার এর পাশাপাশি অ্যান্ড্রয়েড অ্যাপ কিভাবে ইন্সটল করব। 

অ্যান্ড্রয়েড অ্যাপ কম্পিউটারের চালানোর জন্য প্রথমে ল্যাপটপ বা পিসিতে এক্সট্রা একটা সফটওয়্যার ইন্সটল করতে হবে । অনেক ধরনের সফটওয়্যার আছে তবে তার মধ্যে সবথেকে ভালো একটি সফটওয়্যার তার নাম BlueStacks । নিচের অংশে BlueStacks কিভাবে ইন্সটল করতে হয় তা ধাপে ধাপে জানানো হবে। 

BlueStacks হচ্ছে উইন্ডোজ কিংবা ম্যাক্স এর জন্য এন্ড্রয়েড অ্যাপ ব্যবহার করার একটি সফটওয়্যার । কম্পিউটার বা ল্যাপটপে BlueStacks ইনস্টল করে আপনি পিসি বা ল্যাপটপে অ্যান্ড্রয়েড অ্যাপ ইন্সটল করে নিতে পারবেন । এটি Google play স্টোরের সাথে সরাসরি কানেক্টেড থাকে । চলুন এবার আমরা BlueStacks কিভাবে কম্পিউটারে ইন্সটল করব তা দেখে নেই । 

BlueStacks কম্পিউটারের ইন্সটল করার জন্য প্রথমে আপনার ডিভাইস থেকে যেকোনো একটি বাউজার ওপেন করবেন । ব্রাউজারটি ওপেন হয়ে যাওয়ার পর এইবার এড্রেস বারে গিয়ে টাইপ করবেন, https://www.bluestacks.com/download  ইন্টারের প্রেস করবেন । ইন্টারে প্রেস করার পর আপনার সামনে একটি নতুন পেজ ওপেন হবে ।

অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

এবার ওপরে ছবির ডাউনলোড লেখা বাটনে ক্লিক করে অ্যাপটি ডাউনলোড করে ইন্সটল করে নিন। ডাউনলোড করা শেষ হয়ে গেলে, আপনার কম্পিউটার থেকে ইন্সটল করা শুরু করুন । ইন্সটল শুরুর প্রথম স্টেপ নিজের ছবির মতো দেখাবে 

অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

এবার এন্ড্রয়েড অ্যাপ ইনস্টল দেওয়ার জন্য Google play store লেখা অপশনে ক্লিক করুন । ক্লিক করার পরে নিচের ছবির মত অ্যাপ দেখাবে। 

অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

আপনার ক্ষেত্রেও অন্য দেখা যেতে পারে। এবার ওপরের Google play থেকে আপনি আপনার প্রয়োজন সার্চ করে খুঁজে বের করে কম্পিউটার ইন্সটল করতে পারবেন । 

অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

কিভাবে থার্ড পার্টি অ্যাপ  সিস্টেম অ্যাপ হিসেবে সেট করবেন 

আপনার Google এর মাধ্যমে সাইন ইন করুন ফিচার ব্যবহার করে কোন থার্ড পার্টি অ্যাপ এর পরিষেবাতে সাইন ইন করার সময় আপনি থার্ড পার্টি অ্যাপ এবং পরিষেবা কে আপনার কিছু ডেটাতে এক্সেস দেওয়ার সময় কোন সমস্যা হলে, এ নির্দেশিকা আপনাকে সমস্যার সমাধান করতে সাহায্য করবে। Google ছাড়া অন্য কোন কোম্পানি বা ডেভলপার হল থার্ড পার্টি । 
অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

কিছু নির্দিষ্ট ফিচার আনলক করতে, আপনি থার্ড পার্টি অ্যাপ ও পরিষেবার আপনার গুগল একাউন্টের কিছু অ্যাক্সেস দিতে পারেন। যেমন ফটো এডিটর অ্যাপ ফিল্টার প্রয়োগ করতে আপনার google ফটোস এ এক্সেস অনুরোধ করতে পারে । থার্ড পার্টি অ্যাপ ও পৌরসভা গুগলের এসব প্রোডাক্ট এক্সেস অনুরোধ করতে পারে। 
  • Gmail
  • Drive
  • Calender
  • Photos
  • Contacts
থার্ড পার্টি অ্যাপ হলো Google বাদে অন্য কোন কোম্পানি বা ডেভলপার। আপনি থার্ড পার্টি অ্যাপ কে বিশ্বাস করলে তবেই আপনার google একাউন্টে অ্যাক্সেস দিবেন। 
আপনার Google একাউন্টে ডাটার কিছু এক্সেস শেয়ার করতে এসব নির্দেশনা অনুসরণ করতে পারেন : 
  • থার্ড পার্টি অ্যাপ বা পৌরসভা আপনাকে নিজের Google একাউন্টের এক্সেস শেয়ার করার জন্য প্রমোট করলে, কি ধরনের তথ্য ও অনুমতি চাওয়া হচ্ছে তা ভালো করে দেখে নিবেন। 
  • আপনি এক্সেস শেয়ার করার সিদ্ধান্ত নিলে, আপনাকে নিজের গুগল একাউন্টে সাইন ইন করতে হবে ।
  • থার্ড পার্টি অ্যাপ বা পৌরসভা কে নিজের Google একাউন্টের ডেটের কিছু এক্সেস দিবেন ।
আপনি কোন থার্ড পার্টি অ্যাপকে আপনার ডেটা এক্সেস করার অনুমতি দিলে, এফ ডি টা কত সময় পর্যন্ত এক্সেস করতে পারবে তা হয়তো আপনি সীমিত করতে পারবেন। থার্ড পার্টির অ্যাক্সেস বন্ধ হওয়ার আগে আপনাকে বিজ্ঞপ্তি পাঠাতে হবে তাদের অ্যাক্সেসের সময় সীমা বাড়ানোর জন্য । আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্যের মধ্যে আপনার নাম, ইমেইল আইডি এবং প্রোফাইলের ছবি অন্তর্ভুক্ত থাকতে হবে। থার্ড পার্টি অ্যাপ বা পরিষেবাতে নতুন একাউন্ট তৈরি করতে, কাটপাটি অ্যাপ এই তথ্য এক সাইজের অনুরোধ করতে পারে। আপনি থার্ড পার্টি অ্যাপ ও পরিষেবাতে গুগল এর মাধ্যমে সাইন ইন করলে সেগুলো আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্যের অ্যাক্সেস করার অনুমতি পাই।

 অ্যান্ড্রয়েড সিস্টেম জিমেইল থেকে কিভাবে সরাবেন থার্ড পার্টি অ্যাপ 

কাঠপট অ্যাপোলো এমন একটা অ্যাপ যা সফটওয়্যার যা মূলত মূল সার্ভিস প্রোভাইডার এর বাইরে অন্য কোন ব্যক্তি বা প্রতিষ্ঠান তৈরি করেছে। যেমন আপনি যদি এন্ড্রয়েড ফোন ব্যবহার করে থাকেন তাহলে সেখানে গুগল হচ্ছে মূল মালিকানা প্রতিষ্ঠান। এখানে গুগলের অনেক অ্যাপ আছে যেমন google dave gmail com browser । গুগলের বানানো ছাড়া অন্য সকল অ্যাপ অ্যান্ড্রয়েড এর ক্ষেত্রে থার্ড পার্টি অ্যাপ যেমন facebook messenger whatsapp ইত্যাদি।
 
ট্রাস্টেড স্টোর অর্থাৎ প্লে স্টোর অ্যাপ স্টোর এখানে থেকে অ্যাপস ইনস্টল করলে কোন সমস্যা ছাড়াই ইন্সটল করা যায়। তবে ইন্সটল করার পর যখন পারমিশন চাইবে তখন আপনি একটু সতর্ক থাকবেন কারণ অনেক সময় এই অ্যাপগুলো পারমিশন এক্সেস করে আপনার অনেক প্রয়োজনীয় তথ্য চুরি করতে পারে। এরপর আসি যে অ্যাপগুলো আমরা বিভিন্ন ওয়েবসাইট বা লিংকে ক্লিক করে ইন্সটল করি সেগুলো অ্যাপ সম্পর্কে।
আরও পড়ুন ঃ
 আসলে এই অ্যাপসগুলো ইন্সটল করা আপনার মোবাইল ফোনের অন্যান্য ঝুঁকিপূর্ণ বলে মনে করা হয়। কারণ অনেক হ্যাকাররা এই অ্যাপগুলোর মাধ্যমে আপনার মোবাইলের তথ্য খুব সহজে হ্যাক করতে পারে। আবার এমনও আছে কোন কোন অ্যাপ হ্যাকারার ডিজাইন করে মূলত মানুষের তথ্য হ্যাঁ করার জন্য আবার এই অ্যাপ গুলো ইন্সটলের আরেকটি খারাপ দিক হলো এর মাধ্যমে মোবাইলে বিভিন্ন ধরনের ভাইরাস প্রবেশ করতে পারে। আর ভাইরাসে আক্রান্ত হলে মোবাইলে কি কি ক্ষতি হয় আমরা জানি। তাই এন্ড্রয়েড সিস্টেম জিমেইল থেকে থার্ড পার্টি অ্যাপ সরানো উচিত।

অ্যান্ড্রয়েড  APK ফাইলে সিস্টেম অ্যাপ বানানোর সেরা ট্রিকস 

অ্যান্ড্রয়েড APK ফাইলে সিস্টেম অ্যাপ বানানোর সেরা উপায় সম্পর্কে জানব। আপনারা যদি একটি অনলাইন এপ্লিকেশন বিকাশ করার দক্ষতা না থাকে এবং একটি দুর্দান্ত ধারণা থাকে তবে এই আর্টিকেলটি আপনার জন্য। অ্যান্ড্রয়েড অ্যাপ তৈরি করতে ব্যবহার করা যেতে পারে এমন সেরা প্ল্যাটফর্ম গুলি এখানে সংকলিত হয়েছে যার জন্য কোন কোডিং অভিজ্ঞতা বা দক্ষতার কোন প্রয়োজন নেই। এক মাস্টারের মত একটি অ্যাপের মাধ্যমে একটি এন্ড্রয়েড অ্যাপ তৈরি করা আপনার জন্য সস্তা এবং সহজ। আপনি যদি এই অ্যাপটি ব্যবহার করেন তাহলে আপনি কোন বিশেষজ্ঞ কোডিং ছাড়াই কয়েকদিনের মধ্যে অ্যাপ তৈরি করতে পারবেন।

অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট এর প্রয়োজনীয় পদক্ষেপ গুলি হল আপনি যদি কোডিং ছাড়া একটি অ্যাপ তৈরি করতে চান তবে একমাস্টার একটি প্রয়োজনীয়তা। এই  টুলটিকে পাক প্রোগ্রাম করা টেমপ্লেট এবং সহজ ব্যবহারযোগ্য বৈশিষ্ট্য রয়েছে যা আপনার অ্যাপ কাস্টমার এবং সম্পাদনা করতে ব্যবহার করতে পারেন। একটি অ্যান্ড্রয়েড অ্যাপ ডেভেলপমেন্ট ফ্লাস ফ্রম টেমপ্লেটের প্রোগ্রাম করা টুল গুলির একটি সেট। তারা আপনাকে বৈশিষ্ট্যগুলি সরবরাহ করতে সক্ষম যা যা আপনি আপনার প্রয়োজনীয়তা অনুসরণ করে একটি সম্পাদনা এবং কাস্টমাইজ করতে পারেন । এভাবে আপনি খুব সহজেই অ্যান্ড্রয়েড ফাইল সিস্টেমে অ্যাপ তৈরি করতে পারবেন ।

রুটেট ডিভাইসে থার্ড পার্টি অ্যাপকে সিস্টেম অ্যাপ  করার ধাপসমূহ 

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ রুটেড ডিভাইসে থাকা থার্ড পার্টি অ্যাপকে সিস্টেম আপ করার ধাপসমূহ রুটিন হল অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম ব্যবহারকারীকে এমন কিছু নিয়ন্ত্রণ কমান্ডের সুবিধা দেওয়া হয় যা ব্যবহার করি অ্যান্ড্রয়েডের উপস্থাপনার উপর সম্পন্ন নিয়ন্ত্রণ পান। অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম লিনাক্স কার্নেলের উপর ভিত্তি করে বানানো হয়ে থাকে। যেকোনো লিনাক্স ঋত্বিক অপারেটিং সিস্টেমে ইউনিক্স অ্যাডমিনিস্ট্রেভ অনুমতি প্রাপ্ত ব্যবহারে কে সুপারভাইজার বলা হয়। সুতরাং রুটিন প্রক্রিয়ার মাধ্যমে কোন ব্যবহারকারী স্মার্টফোনে, ট্যাবলেট এবং অন্যান্য ডিভাইসে চলমান android ওভারটাইম সিস্টেমের একগুচ্ছ নিয়ন্ত্রক কমান্ডের সুবিধাটি পাওয়ার পর তাকে এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমের সকল কাজ করতে পারে। একটি অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেম বিভিন্ন ডিভাইসকে রুট করার মাধ্যমে লিনাক্স অথবা অন্যান্য ইউনিক্স নির্ভর অপারেটিং সিস্টেম এর মত সুপার ইউজার হওয়া যায়। 
অ্যান্ড্রয়েড-সিস্টেম-অ্যাপ-ইন্সটল

রুটিন পাই সময় ফোন প্রস্তুতকারকদের দ্বারা প্রধানকে দোষ সীমাবদ্ধতা থেকে মুক্ত হওয়ার উদ্দেশ্যে করা হয়। কারণ রুট করার মাধ্যমে সিস্টেম অ্যাপ্লিকেশন অথবা সেটিংস মিলানো যায় বিশেষ অ্যাপ চালানো যায় অথবা এমন কিছু কাজ করা যায় যা রুট করা ছাড়া একজন সাধারণ ব্যবহারকারী এটা করতে পারবে না। এমনকি রুট করার মাধ্যমে ডিভাইসের বর্তমান অপারেটিং সিস্টেম প্রতিস্থাপন করা সম্পূর্ণভাবে মুছে ফেলা যেতে পারে। রোড এক্সেস মাঝে মাঝে জেল বেকিং এর সাথে তুলনা করা হয়, যা অ্যাপেলের হাইওয়েজ অপারেটিং সিস্টেম দ্বারা চালিত ডিভাইস সমাহকে করা হয়ে থাকে। এর মাধ্যমে অ্যাপেলের দেওয়া কিছু যার মাধ্যমে অফিসিয়াল অনুমোদন দেওয়া হয়নি, এমন অ্যাপ ব্যবহার করা যায় এবং ব্যবহারকারীকে সিস্টেম পরিবর্তনের কিছু বিশেষ ক্ষমতা দেওয়া হয়। 

জেলবে কিং এর মাধ্যমে অফিশিয়াল অনুমোদিত কেবল সংখ্যালঘু  অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ অ্যান্ড্রয়েড ডিভাইসের বুট লিডার লক করা থাকে এবং অনেক বিক্রেতারাই যেমন এই সিটি, সনি , আসুস এবং google ইচ্ছা অনুযায়ী বোটলুডার লক করা থাকে এবং অনেক বিক্রেতারাই ক্ষমতা প্রদান করে থাকে। এমনকি অপারেটিং সিস্টেম সম্পূর্ণরূপে প্রতিস্থাপন করে ফেরাও সম্ভব হয়। তবে সে ক্ষেত্রে ওয়ারেন্টি চুক্তি ভঙ্গ হয় সাইড লোড দ্বারা যেসব এপ্লিকেশন ব্যবহার করার ক্ষমতা পাওয়া যায়, তার বেশিরভাগ android ডিভাইসে রুট করা ছাড়াই পাওয়া যায়।

থার্ড পার্টি অ্যাপের সাথে Google অ্যাকাউন্টের  ডেটার অ্যাক্সেস শেয়ার করা

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ এর সাথে গুগল একাউন্টের ডেটা এক্সেস শেয়ার করা অনেক গুরুত্বপূর্ণ। কিছু নির্দিষ্ট ফিচার আনলক করতে, থার্ড পার্টি অ্যাপ ও পরিষেবা আপনার গুগল একাউন্টের কিছু এক্সেস দিতে হয় । যেমন ফটো এডিটর অ্যাপ ফিল্টার প্রয়োগ করতে আপনার google ফটোস এর অ্যাক্সেসের অনুরোধ করতে পারে। থার্ড পার্টি অ্যাপ বা পৌরসভা আপনাকে নিজের গুগল একাউন্টের অ্যাক্সেস শেয়ার করার জন্য কি ধরনের তথ্য অনুমতি চাওয়া হচ্ছে তা ভালো করে দেখে নিবেন।

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ আপনি একটা যদি সঠিকভাবে করতে পারেন , তাহলে অবশ্যই আপনার Google একাউন্ট সঠিকভাবে সাইন ইন করতে হবে ।  আপনাকে মাথায় রাখতে হবে থার্ড পার্টি অ্যাপ বা পরিষেবা কে গুগল একাউন্ট এর ডেটার কিছু আক্সচেস থাকা দরকার । তাহলে আপনি কোন  থার্ড পার্টি অ্যাপকে আপনার ডাটা এক্সেস করা অনুমতি দিলে, কত সময় পর্যন্ত এক্সেস করতে পারবে তা হয়তো আপনি সীমিত করতে পারবেন বা বুঝতে পারবেন। 

আমাদের অবশই জানা উচিত থার্ড পার্টির আক্সসেস বন্ধ হওয়ার আগে আপনার একাউন্ট এ বিজ্ঞপ্তি পাথান হবে । তাখন একাউন্ট এর এক্সসেস এর সময়সীমা বারাতে কানেকশান থাকা দরকার ।নিজেদের প্রোফাইল প্রাথমিক তথ্যের মধ্যে নাম,ইমেইল, আইডি এবং প্রোফাইল ছবি সেট করতে হবে। থার্ড পাট্টি অ্যাপ পরিষেবাতে নতুন একাউন্ট তৈরি করতে, থার্ড পার্টি অ্যাপ এই তথ্য অ্যাক্সেসের অনুরোধ করতে পারে। আপনি থার্ড পার্টি অ্যাপ ও পরিষেবাতে গুগল এর মাধ্যমে সাইন ইন করলে, সেগুলি আপনার প্রোফাইলের প্রাথমিক তথ্যে এক্সেস করার অনুমতি পাই।

থার্ড পার্টির সাইট বা অ্যাপে থাকা অ্যাকাউন্ট মুছে দিলে কি ঘটবে 

অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ থার্ড পার্টি কোন সাইটে বা অ্যাপ এ থাকা অ্যাকাউন্ট মুছে দিলে সাধারণত সেই প্ল্যাটফর্ম থেকে আপনার ডাটা এবং অ্যাকাউন্ট মুছে যেতে পারে, যা আপনাকে আর সেই প্ল্যাটফর্মে লগইন করতে দিবে না বা ডাটা একসেপ্ট করতে দেবে না। তবে অ্যাকাউন্ট মুছে দিলেও কিছু ক্ষেত্রে ডেটা মুছে ফেলার জন্য আপনাকে ওই অ্যাপ বা সাইটে নির্দিষ্ট অপশনে যেতে হতে পারে এবং কিছু ডেটা ওই প্লাটফর্মে থেকে যেতে পারে যা আপনি আর একসেপ্ট করতে পারবেন না।

আপনি যদি থার্ড পার্টির সাইট বা অ্যাপে থাকা অ্যাকাউন্ট মুছে ফেলেন তাহলে কয়েক ঘন্টা পর আপনার সমস্ত ডাটা চিরতরে মুছে যাবে এবং মধ্যে বার্তা, পোস্ট, অতীতের গল্প, লাইক করা পোস্ট ইত্যাদি অন্তর্ভুক্ত থাকবে। যদি আপনার শুধু একটি বিরতির প্রয়োজন হয় অথবা কোন এন্ড্রয়েড অ্যাপ ব্যবহারের ক্লান্ত হয়ে পড়েন কিন্তু আপনার অ্যাকাউন্টটি মুছে ফেলতে চান না, তাহলে আপনার একাউন্টে নিষ্ক্রিয় করতে পারেন এবং যখনই চান পুনরায় সক্রিয় করতে পারেন।
আরও পড়ুন ঃ

লেখক এর শেষ কথা

এই পোষ্টের মধ্যে অ্যান্ড্রয়েড সিস্টেম অ্যাপ থার্ড পার্টি অ্যাপ কিভাবে ইন্সটল করবেন তার সমস্ত গাইডলাইন নিয়ে আলোচনা করা হয়েছে। এখানে আপনাকে এই আর্টিকেলে যেভাবে বোঝানো হয়েছে সেই ভাবে আপনাকে কোন থার্ড পার্টি অ্যাপ কে ইন্সটল করতে হবে । যদি আপনি এভাবে কাজ না করেন তাহলে আপনার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার সম্ভাবনা থাকবে । কারণ বিশ্বস্ত সাইট ছাড়া কেউ ভুলেও থার্ড পার্টি অ্যাপ ইন্সটল করবেন না। এতে করে আপনার ল্যাপটপ কম্পিউটার বা ফোনে ভাইরাসের আক্রমণ হতে পারে। 

আমাদের আজকের এই আর্টিকেল পড়ে আপনারা কতটুকু উপকৃত হয়েছেন তা আপনার মূল্যবান মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। আশা করি আপনারা যা জানতে চেয়েছেন সবকিছুর গাইডলাইন বিস্তারিত বোঝাতে পেরেছি। এছাড়াও এরকম প্রয়োজনীয় নতুন নতুন আর্টিকেল পেতে আমাদের ওয়েবসাইটের সাথে থাকুন।  ধন্যবাদ 










এই পোস্টটি পরিচিতদের সাথে শেয়ার করুন

পূর্বের পোস্ট দেখুন পরবর্তী পোস্ট দেখুন
এই পোস্টে এখনো কেউ মন্তব্য করে নি
মন্তব্য করতে এখানে ক্লিক করুন

জেভন্টার নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।

comment url